মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

পেকুয়া প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আজাদী ও দৈনিক নয়দিগন্তের পেকুয়া প্রতিনিধি সাংবাদিক মোঃ ছাফওয়ানুল করিম ছাফওয়ান সন্ত্রাসীদের হামলায় গুরতর আহত হয়েছেন। শুক্রবার ১৫ এপ্রিল দুপুর সাড়ে ১২ টার দিকে পেকুয়ার সিকদার পাড়া ব্রীজের পাশে সন্ত্রাসীরা এ হামলা চালায়। আহত ছাফওয়ানকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিক্ষাবিদ ও সাংবাদিক মো: ছাফওয়ানুল করিম ছাফওয়ান এর উপর সন্ত্রাসী হামলার বিষয়ে পেকুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পেকুয়ার টৈটং এর বাসিন্দা এডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু জানিয়েছেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পেকুয়া থানা পুলিশ একজনকে আটক করেছে।

সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক ছফওয়ানুল করিম জানান, পেকুয়া প্রেস ক্লাবের উদ্দ্যেশে বাড়ি থেকে মোটর সাইকেলযোগে বের হন তিনি। এ সময় অতর্কিতভাবে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী নাইট গার্ড মিফতাহ উদ্দিন এর নেতৃত্বে তার দুই ছেলে রাসেল ও ছোটনসহ ৭ জন সন্ত্রাসী তাকে এবং তার ছোট ভাই এনআরবি গ্লোবাল ব্যাংকের পেকুয়া শাখার কর্মকর্তা জিল্লুল করিম এর উপর হামলা চালায়।

সাংবাদিক ছফওয়ান আরো জানান, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি ও চিকিৎসা শেষে ছাড়পত্র নেওয়ার সময় অনৈতিকভাবে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল হাসপাতালের অস্থায়ী কর্মচারী মিফতাহ উদ্দিনের বিরুদ্ধে। অসংখ্য ভুক্তভোগীর কাছ থেকে সেই অভিযোগ পেয়ে মিফতাহ উদ্দিনের ব্যাপারে তথ্য সংগ্রহ করছিলেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। হামলায় সাংবাদিক ছাফওয়ান এর মাথা, গলা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। আহত হয়েছেন তার ভাই জিল্লুল করিম। এই বিষয়ে তিনি বাদী হয়ে হামলায় জড়িত সাতজনের বিরুদ্ধে পেকুয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন বলে জানান।

বিএফইউজে’র নিন্দা :

পেকুয়া প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আজাদী ও দৈনিক নয়দিগন্তের পেকুয়া প্রতিনিধি সাংবাদিক মো: ছাফওয়ানুল করিম ছাফওয়ান এর উপর সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) এর সভাপতি এম. আবদুল্লাহ। তিনি অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার :

পেকুয়া প্রেসক্লাব সভাপতি দৈনিক আজাদী ও নয়াদিগন্ত প্রতিনিধি, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সদস্য মোঃ ছফওয়ানুল করিম এর উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (রেজি নং-২৫৭৫)। বিবৃতিতে সংগঠনের সভাপতি এডভোকেট জি এ এম আশেক উল্লাহ ও সাধারণ সম্পাদক এস এম জাফর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন।

পেকুয়া প্রেসক্লাব :

পেকুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক আজাদী’র পেকুয়া প্রতিনিধি সাংবাদিক মোঃ ছফওয়ানুল করিম ছাফওয়ান এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন পেকুয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। বিবৃতিদাতারা হলেন পেকুয়া প্রেস ক্লাবের পক্ষে: সিনিয়র সহ সভাপতি এডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনসারী, নির্বাহী সদস্য রুহুল আমিন পারভেজ, মাহামুদুল করিম, এস. এম. জুবাইদ, সদস্য দেলোয়ার হোসেন।

পেকুয়া উপজেলা প্রেস ক্লাব :

পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের পক্ষে-সাধারণ সম্পাদক এম. দিদারুল করিম, সদস্য সাখাওয়াত হোসেন সুজন, রেজাউল করিম রেজা, আসাদুজ্জান অপু।

পেকুয়া উপজেলা অনলাইন প্রেস ক্লাব

পেকুয়া উপজেলা অনলাইন প্রেস ক্লাবের পক্ষে- সভাপতি মো: ফারুক, সাধারণ সম্পাদক এফ এম সুমন, যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন, দপ্তর সম্পাদক রেজাউল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম বাহার, সদস্য আজিজুল হক।

প্রেস ক্লাব’পেকুয়া :

প্রেস ক্লাব’পেকুয়ার পক্ষে: আহবায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব সাজ্জাদুল ইসলাম, নির্বাহী সদস্য রিয়াজউদ্দিন, ইমরান হোছাইন, সাইফুল ইসলাম বাবুল, সদস্য জয়নাল আবেদীন, রাশেদুল ইসলাম, আব্দুল মামুন।

পেকুয়া উপকূলীয় প্রেস ক্লাব :

পেকুয়া উপকূলীয় প্রেস ক্লাবের পক্ষে: সভাপতি শহিদুল ইসলাম
হিরু, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন,সাংবাদিক শাহ জামাল।

বিবৃতিদাতা বলেন, সাংবাদিক ছফওয়ানুল করিম পেকুয়ার ইতিহাসের সংবাদ জগৎ এর একজন নক্ষত্র ও সৎ গণমাধ্যম কর্মী। তিনি পেকুয়ার সিনিয়র সাংবাদিক। বিবৃতিতে কর্মরত সাংবাদিকরা এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান।