বলরাম দাশ অনুপম:
কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৯ মামলার পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী মুন্নাসহ ২৬ অপরাধীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ছিনতাই ও একাধিক অপরাধের সাথে জড়িতরাও রয়েছে।
সাংবাদিকদের ব্রিফিং করছেন অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম।
১৪ এপ্রিল রাত থেকে ১৫ এপ্রিল ভোর পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানাসহ জেলা পুলিশের একাধিক টিম শহরের কাটা পাহাড়, আমতলী পাহাড়, মাটিয়াতলী পাহাড়, পল্ল্যাইনা কাটা পাহাড়ি এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অপরাধীদের আটক করে।
অভিযান চলাকালে আটককৃতদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী এক নলা বন্দুক, ১ রাউন্ড রাবার কার্তুজ ও ৭টি অত্যাধুনিক টিপ ছোরা উদ্ধার করা হয়।
অভিযানের বিষয় নিয়ে শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল ইসলাম। এসময় তিনি বলেন, শহরের আইন শৃংখলা স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে পুলিশ। প্রতিনিয়তই অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
ব্রিফিংকালে উপস্থিত ছিলেন-কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস, ওসি (তদন্ত) মোঃ সেলিম উদ্দিন।