মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কক্সবাজারের শুধু রামু উপজেলাতেই মোট ১ হাজার ৬৫ টি ভূমি সহ বাড়ি দেওয়া হচ্ছে।

গত শুক্রবার ১৪ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া রামু উপজেলায় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ৩য় ধাপে নির্মাণাধীন ঘরসমূহ পরিদর্শনকালে এ তথ্য প্রকাশ করেন।

পরিদর্শনকালে আরো জানানো হয়, রামু উপজেলায় তৃতীয় পর্যায়ে ৪০০ টি ঘর নির্মাণ করা হচ্ছে। এরমধ্যে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ইতোমধ্যে নির্মাণ শেষ হওয়া ২৪ টি ঘর নির্ধারিত পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

পরিদর্শনকালে সিনিয়র সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া উপকারভোগী পরিবার বাছাই কার্যক্রম এবং কাজের গুণগত মান যাচাই করেন। পরিবারগুলোর সাথে তিনি মতবিনিময়কালে উপকারভোগী প্রতিটি পরিবার তাদেরকে ভূমি সহ ঘর উপহার দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরিদর্শনকালে গুণগত মান নিশ্চিত করে গৃহ নির্মাণ কার্যক্রম সম্পন্ন করতে সিনিয়র সচিব মহোদয় স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে কক্সবাজার জেলার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, রামুর সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা, রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা সহ আরো জনপ্রতিনিধিবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।