বার্তা পরিবেশক:
ওষুধের অনিয়ম সংক্রান্ত ‘এ্যাকশন কমিটি’র জেলা শাখার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবালের সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব ড্রাগ সুপার রোমেল মল্লিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত সিভিল সার্জন মহিউদ্দীন আলমগীর, সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী এহসান, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিষ্টস্ সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি আরিফ উল মওলা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
সভায় নকল, ভেজাল ওষুধ বিতরণ, বিপনন, মেয়াদোত্তীর্ণ ঔষধ সময়মতো ফেরত প্রদান না করা, ফার্মাসিষ্ট-লাইসেন্স বিহীন দোকান ও আনরেজিস্টার্ড ওষুধ দোকানে ওষুধ কোম্পানির ঔষধ প্রদান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানাসহ বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আগামীতে নিয়মিত অনিয়ম সংক্রান্ত এ্যকশন কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক রোমেল মল্লিক।