ছেলে সন্তানের বাবা হয়েছেন ক্রিকেটার নাসির হোসেন। গত ৮ এপ্রিল কোল আলো করে ফুটফুটে সন্তানের জন্ম দিলেন তামিমা সুলতানা তাম্মি। সমকালকে নিশ্চিত করেছেন নাসির নিজেই। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাসির-তামিমা দম্পতি।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি তামিমার বেবি বাম্পের ছবি দিয়ে অন্তসত্বা হওয়ায় খবর জানিয়েছিলেন নাসির হোসেন। যদিও তার বাবা হওয়ার খবর আগেই জানা গিয়েছিল। গেল বছরের ডিসেম্বরে নাসির তার আইনজীবির মাধ্যমে আদালতকে জানিয়েছিলেন যে, তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।