আনোয়ার হোছাইন ঈদগাঁও, কক্সবাজার:
চট্টগ্রামে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার হতভাগা এক চালক।
বুধবার(২০ এপ্রিল) ভোর ৫ টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চরম্বা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম ওসমান গণি(২২) প্রকাশ ওসমান ড্রাইভার। সে কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন বাঁশকাটা গ্রামের গুরা মিয়ার ছেলে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, ওসমান তার চালিত মাইক্রোবাস নিয়ে সাতক্ষীরা থেকে বুধবার বাড়ি ফেরার পথে ভোরে উল্লেখিত স্থানে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ওসমান ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।এসময়
সাথে থাকা তার সহযোগী একই এলাকার সন্তান রিদুয়ানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে
সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের এলাকার ইউপি সদস্য জসিম উদ্দিন দূর্ঘটনা ও মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন,বর্তমানে লাশ চট্টগ্রাম মেডিকেল থেকে বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে এবং সে এক সন্তানের জনক ।এদিকে এ মর্মান্তিক দূর্ঘটনার সংবাদ এলাকায় পৌছলে নিহতের পরিবার,স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।