আজিজুল হক রানা:
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী দুজনকে আটক করেছে পুলিশ।

২০ এপ্রিল বুধবার নাইক্ষ‌্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) টানটু সাহার সার্বিক নির্দেশনায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাগ রানার তত্বাবধানে এসআই এনায়েত উল্লাহ সহ সঙ্গীয় ফোর্স’র মাদক বিরুধী অভিযানে ঘুমধুম ইউপির ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস‌্য রশিদ মেম্বারের স’মিলের সামনে থেকে ২ হাজার পিস ইয়াবাসহ স্বামী স্ত্রীকে আটক করা হয়।

ইয়াবাসহ আটককৃতরা হলেন, ঘুমধুম আজুখাইয়া মগঘাট এলাকার সাহাব উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম (৩২) ও তার স্ত্রী ছেনোয়ারা বেগম(২৬)।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব‌্যাহত থাকবে বলে জানান নাইক্ষংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা।