শেফাইল উদ্দিন :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলীতে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল ফেরদৌস (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহষ্পতিবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার সময় বর্নিত ইউনিয়নের বাজার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুয়জান্নাতুল ফেরদৌস বর্নিত এলাকার আমান উল্লাহর মেয়ে।
স্থানীয়রা জানায়, জান্নাতুল ফেরদৌস শিশুদের সাথে খেলা করতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির পার্শ্ববর্তী পুকুরে তাকে ভাসতে দেখে। দ্রুত উদ্ধার করে দুপুর ১ টার দিকে ঈদগাঁও মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় মেম্বার আলা উদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একই দিন বাদে আছর তাঁর জানাযার নামাজ আদায় করা হবে বলে জানান।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আবদুল হালিম, এ ধরনের ঘটনা সম্পর্কে কেউ থানায় অভিযোগ করেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন বলে জানান