মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
পবিত্র মাহে রমজান উপলক্ষে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল ) বিকাল সাড়ে ৫ টায় বিজিবি’র প্রশিক্ষণ ভবনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল বিজিবি’র উপ-অধিনায়ক মেজর আহেদুল ইসলাম এর সভাপতিত্বে
প্রধান অতিথি ১১ বিজিবি’ অধিনায়ক লেঃ কর্ণেল নাহিদ হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস দমন, অস্ত্র, মাদক উদ্ধার, অসহায় মানুষসহ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দিয়ে আসছেন। ভবিষ্যতে বিজিবি’র এ ধরনের অভিযান ও মানবতার সেবা অব্যাহত থাকবে। এ সময় তিনি উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা দরকার বলে মন্তব্য করেন। এতে বিশেষ অতিথি ছিলেন,বিজিবি’র মেডিকেল অফিসার রাফি উস হাসান,বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যানেওয়ান চাক, উপজেলার সহকারি কমিশনার( ভূমি) জর্জ মিত্র চাকমা,থানা’র ওসি (তদন্ত )শরীফ ইবনে আলম,দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন,নাইক্ষংছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ হোসেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মোঃ ইফসান খান ইমন, যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সদস্য জয়নাল আবেদীন টুক্কু, সদস্য হাফিজুল ইসলাম চৌধুরী, সদস্য আব্দুর রশিদ, সুবেদার অহিদুল ইসলাম, জোন জেসিও আব্দুল লতিফ প্রমূখ। এছাড়াও বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা, বিজিবি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিজিবির পদস্থগণ উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন বিজিবি জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান। মাগরিবের নামাজ শেষে উপস্থিত অতিথিবৃন্দ,বিজিবির সকল স্তরের কর্মকর্তা ও সৈনিকরা মধ্যাহ্ন ভোজে অংশ নেন।
মাদক নিয়ন্ত্রণে সহযোগিতা দরকার ,নাইক্ষ্যংছড়ি বিজিবি’র ইফতারে জোন কমান্ডার নাহিদ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
