মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২ এপ্রিল কক্সবাজার পুলিশ লাইন্সে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিতদের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম স্বাগত জানান। মাহফিলে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল, জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, ইউএনএইচসিআর-এর কর্মকর্তা ইকতেখার উদ্দিন বায়েজিদ সহ জেলার উর্ধতন কর্মকর্তা, রাজনীতিবিদ, বিশিষ্টজনেরা অংশ নেন।