আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের ২২নম্বর উনচিপ্রাং পুটিবনিয়া ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ইসলাম গ্রুপের সক্রিয় দুইজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) এর সদস্যরা।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,রবিবার (২৪এপ্রিল) ভোরে হোয়াইক্যং উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ/১ ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে কথিত ‘‘ইসলাম গ্রুপ’’ এর সদস্য রোহিঙ্গা সন্ত্রাসী টেকনাফ হোয়াইক্যং ২২নম্বর উনচিপ্রাং পুটিবনিয়া ক্যাম্পের মৃত আব্দুর শুক্কুরের ছেলে ব্লক-এ/১, ঘর-৩০৮ এর বাসিন্দা জাহিদ হোসেন(৩২) একই ক্যাম্পের আব্দুস সালামের ছেলে ব্লক-সি/১, ঘর-৬২০ এর বাসিন্দা বদি আলম (২৭) দ্বয়কে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র (শাটারগান)সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গ্রেফতারকৃতদ্বয়কে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।