মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলার ৮ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ৮৬৭ টি নতুন বাড়ি দেওয়া হবে। মঙ্গলবার ২৬ এপ্রিল সকাল ১০ সারাদেশের মতো কক্সবাজারের ৮ উপজেলায় আনুষ্ঠানিকভাবে প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমির মালিকানা দলিল ও নতুন বাড়ি হস্তান্তর করা হবে। মঙ্গলবার সকাল ১০ টায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি এবং গৃহ প্রদান কার্যক্রমের ভার্চুয়ালী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে গৃহহীন পরিবারগুলোকে ঘরগুলো বুঝিয়ে দেবেন কক্সবাজার জেলার ৮ টি উপজেলা প্রশাসন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
"মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা" প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষনার সফল বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এ কার্যক্রম চলছে। ঈদুল ফিতরের আগে সহায় সম্বলহীন পরিবারের মুখে হাসি ফুটাতে নতুন বাড়ি ও জমির মালিকানা দলিল হস্তান্তর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে ঈদের আনন্দ উপহার দিচ্ছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কক্সবাজার জেলায় ৪৭৭২ টি ভূমিহীন পরিবারের মধ্যে সোমবার কক্সবাজার সদর উপজেলায় ১০৩ টি পরিবারকে, চকরিয়া উপজেলায় ২১০ পরিবারকে, পেকুয়া উপজেলায় ৪০ পরিবারকে, রামু উপজেলায় ২০০ পরিবারকে, মহেশখালী উপজেলায় ৩৫ টি পরিবারকে, উখিয়া উপজেলায় ২২০ টি পরিবারকে টেকনাফ উপজেলায় ৪০ টি পরিবারকে এবং কুতুবদিয়া উপজেলায় ১৯ টি পরিবারকে নতুন বাড়ি ও জমির মালিকানা দলিল হস্তান্তর করা হবে।
এর আগে ২ ধাপে কক্সবাজার জেলার ১৪২৫ টি ভূমিহীন পরিবারকে নতুন বাড়ি দেওয়া হয়। এবার তৃতীয় পর্যায়ে জেলায় মোট ১৪৬৩ টি ভূমিহীন পরিবারকে নতুন বাড়ি দেওয়া হবে। জেলার অবশিষ্ট ভূমিহীন ১৮৮৪ টি পরিবারকে খাস জমি অথবা জমি ক্রয় করে নতুন বাড়ি নির্মাণ করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা, প্রতিটি ঘর নির্মিত হচ্ছে ২ শতক জমিতে। দুই রুমের পাকা ঘরের সাথে রান্নাঘর, বাথরুম ও একটি বারান্দা থাকবে। প্রত্যেক ঘরে ঘরে জ্বলবে বিদ্যুতের আলো। পাশাপাশি বিশুদ্ধ পানি পানের জন্য রয়েছে টিউবয়েল-এর ব্যবস্থা।
প্রসঙ্গত, মঙ্গলবার কক্সবাজারের ৮৬৭ টি বাড়ি সহ সারাদেশে মোট ৩২ হাজার ৯০৪ টি ভূমিহীন পরিবারকে নতুন বাড়ি ও জমির মালিকানা দলিল হস্তান্তর করা হবে।