জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বোয়ালখালী স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী মোঃ মিনহাজুল ইসলাম। তিনি এম আই এস বিভাগের এমবিএ তে অধ্যয়নরত আছেন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঢাবির একাউন্টিং বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী তুলি বসাক।
নবনির্বাচিত সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম বলেন, ‘বোয়ালখালী থেকে দূরে আছি বারো বছর বয়স থেকে। তবুও বোয়ালখালীর দুঃখ খ্যাত কালুরঘাট ব্রিজ-এর পূর্ব পাড়টা আমাকে সব সময় টানতো। নিঃসন্দেহে দূরে থেকেও জন্মস্থানের জন্য কিছু করতে পারাটা বিরাট সৌভাগ্যের।আমি মনে করি, নিজ এলাকার বা দেশের উন্নতিতে অবদান রাখার জন্য কোন পদের প্রয়োজন হয়না,তবে কিছু কিছু ক্ষেত্রে পদমর্যাদা আপনার পথ সুগম করবে’।
তিনি বলেন, ‘যেহেতু আমাদের এসোসিয়েশন পুরো ঢাকাস্থ সকল বোয়ালখালীয়ান স্টুডেন্টস’ দের জন্য, তাই আমার আশা ও চেষ্টা থাকবে সবাইকে নিয়ে একসাথে কাজ করার এবং শিক্ষাক্ষেত্রে তুলনামূলক পিছিয়ে থাকা বোয়ালখালী উপজেলার উন্নতিতে অবদান রাখার। সবার কাছে দোয়া প্রার্থী’।
গতকাল রবিবার (২৪ এপ্রিল) সদ্য সাবেক প্রেসিডেন্ট ও সেক্রেটারির সুপারিশক্রমে সংগঠনটির উপদেষ্টা ইকবাল হাসানী, মোঃ আমান উল্লাল ও আসিফ নেয়াজি এই নতুন কমিটির অনুমোদন দেন।
সংগঠনের অন্যান্য সদস্যের সঙ্গে আলোচনা করে ঈদের পরপরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মোঃ মিনহাজুল ইসলাম । তিনি বলেন, ‘ইদের পরেই একটি পিকনিকের আয়োজন হবে এবং সেখানেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।