মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
নাইক্ষ্যংছড়িতে মুজিববর্ষ উপলক্ষে মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ৩য় পর্যায়ে ঈদ উপহার স্বরুপ সারাদেশে ৩২,৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এ উপলক্ষে সোমাবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার সময়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং শেষে একই স্থানে উপজেলা প্রশাসনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ দুই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নির্মিত ঘর ও জমি হস্তান্তর বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ইউএনও।
তিনি জানান,মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারা দেশের ন্যায় নাইক্ষ্যংছড়িতেও ৩০টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর করবেন। জাতির পিতার স্বপ্ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন অঙ্গীকারাবদ্ধ।
উল্লেখ্য, ইতিমধ্যে ১ম পর্যায়ে ১৩০ টি এবং ২য় পর্যায়ে ৩৯ টি গৃহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রতিটি পরিবারের জন্য ০২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানের যাবতীয় কার্যক্রম প্রক্রিয়াধীন বলে প্রেস ব্রিফিং এ উল্লেখ করা হয়। প্রেস ব্রিফিং ও ইফতার এবং দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা।হাজী কালাম সরকারি কলেজের অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন,দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান, উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন,উপজেলা কৃষি অফিসার এনামুল হক, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র জোন জেসিও আব্দুল লতিফ, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক জনপ্রতিনধি উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে আলোচনা ও মোনাজাত করেন উপজেলা মসজিদের খতিব মওলানা ফরিদুর আলম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।