সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার জেলার তরুণ মেধাবীদের মানবতার অন্যতম সংগঠন সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজার জেলা শাখার উদ্দ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ এপ্রিল কক্সবাজার শহরে সী-উত্তরা রেস্তুরাঁয় সংগঠনটির সেক্রেটারি বশির মাহমুদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জেলা জজকোর্টের সিনিয়র আইনজীবি রমিজ আহমদ।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য সিনিয়ার সাংবাদিক এমআর মাহবুব ও প্রবাসী হাজী মোহাম্মদ শামশুল হক।
এতে সংগঠনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন, তরুন মেধাবীদের নিয়ে গঠিত মানবতার সংগঠন একদিন অনেক দূর এগিয়ে যাবে। মানবতার পাশে সবসময় সংগঠনের সদস্যবৃন্দ অগ্রণী ভূমিকা পালন করবে।
শেষে অতিথির নিকট থেকে সংগঠনের পরিচয়পত্র গ্রহণ করেন সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজারের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।