এস.এম.জুবাইদ,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় বিশেষ অভিযানে প্রকাশ্য জুয়া খেলার অপরাধে ৮ জনকে আটক করেছে থানা পুলিশ।
সম্প্রতি পেকুয়ার পাড়া-মহল্লায় কিংবা স্টেশনে জুয়া খেলার প্রবণতা বেড়ে যাওয়ায় অপরাধ সংঘঠিত হচ্ছে।
ফলে এ অবস্থা থেকে উত্তরণে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ মোহাম্মদ আলী জুয়াড়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে এ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন। অভিযানের অংশ হিসাবে পেকুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মোঃ খায়ের উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে পেকুয়া থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের আন্নর আলী মাতবরপাড়া স্টেডিয়ামের দক্ষিণে জসিম উদ্দিনের দ্বিতল বাড়িতে অভিযান চালিয়ে চিহ্নিত ৮ জন জুয়াড়িকে খেলা চলাকালীন সময় নগদ টাকাসহ আটক করেন। আটককৃত হলেন, একই এলাকার হাজী নেছার আহমদের ছেলে জসিম উদৃদিন(৪৫), রাহাতজানি পাড়ার নুরুল আমিনের ছেলে মোঃ আসিফ(২২), সিকদার পাড়া এলাকার মৃত বদিউল আলমের ছেলে মোঃ বাবুল (৩২), মৃত জাবের আহমদের ছেলে আব্বাস মিয়া(২৮), সিরাজ উদ্দিনের ছেলে মোঃ নোমান(৩২),জাবের আহমদের ছেলে মোঃ হাসান(২২), মৃত বদিউল আলমের ছেলে সাহাব মিয়া(৪০),ও মগকাটা এলাকার মাহবুব আলমের ছেলে মোরশেদ(২৫)। আটককৃত আসামীদের জুয়া আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ মোহাম্মদ আলী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, পেকুয়াকে জুয়া ও মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।