হ্যাপী করিম, মহেশখালী:
মহেশখালী উপজেলায় ২০২১-২২ অর্থবছরের কৃষি প্রণোদনার আওতায় ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
২৬ এপ্রিল মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন এর সভাপতিত্বে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণে উদ্বোধন করেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া, কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, ছোট মহেশখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি প্রভাষক জিয়াউর রহমান ও কৃষি কর্মকর্তাগন ও উপকারভোগীরা কৃষকরা উপস্থিত ছিলেন।
মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে ১২০ জন, কালারমারছড়া ইউনিয়নে ১৫০ জন, মাতারবাড়ী ইউনিয়নে ১১০ জন ও ছোট মহেশখালী ২০ জন কৃষককে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। তাদের প্রত্যেককে পাঁচ কেজি উচ্চ ফলনশীল (উফশী) আউশ ধান, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হচ্ছে।
এ সময় চাষাদের এই প্রয়োজনীয় মুহূর্তে বিনামূল্যে প্রনোদনা স্বরূপ সার ও বীজ পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।