জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখার সভাপতি আব্দুল্লাহ আর রিয়াদ ও সাধারণ সম্পাদক মোঃআক্তারুজ্জামান বাপ্পির উদ্যোগে অমর একুশে হল ছাত্রদলের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে ।
আজ ২৬ এপ্রিল মঙ্গলবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক মোঃ আক্তার হোসেন, সদস্য সচিব আমানউল্লাহ আমান, অমর একুশে হল ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোঃ জসিম খান, অমর একুশে হল ছাত্রদলের সাবেক আহবায়ক ও সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ এলাহি রনি, অমর একুশে হল ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম খান অনিক, অমর একুশে হল ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শাকির আহমেদ, মোঃ রাশেদ আল আমিন শুভ, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম রিয়াদ, সাবেক সদস্য মোঃ মোসাদ্দেক হোসেন সৌরভ, আশরাফুজ্জামান সবুজ প্রমুখ। তাছাড়া ঢাবির বিভিন্ন হলের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।