রামু প্রতিনিধি:
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কাউয়ারখোপ জামে মসজিদের খতিব মিজানুর রহমানের পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলম। বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ছৈয়দ আলম, প্রচার সম্পাদক নবিউল হক আরকান।
কাউয়ারখোপ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নুরুল আজিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস গোলাপের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সহ সভাপতি মো আবাদুল্লাহ সওদাগর, প্রজন্মলীগের উপজেলা সাধারণ সম্পাদক মো. কামরুল, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সদস্য যুবলীগ নেতা মো. কায়েস মেম্বার, আজিজ মিয়া মেম্বার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হাসান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।