সিবিএন:
কক্সবাজারের দ্বীপ উপজেলার কুতুবদিয়ার শীর্ষ ডাকাত, ১০ মামলার পলাতক আসামী রবি উল্লাহ ওরফে রবি ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-৭ এর সদস্যরা। এসময় তার চার সহযোগিকেও গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ডাকাতির প্রস্ততিকালে উপজেলার আলী আকবর ডেইল ইউপির হাসের ঘোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের আস্তানা থেকে সাতটি বন্দুক ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৭ এর সহকারী পরিচালক (ল’ ও মিডিয়া) নূরুল আবছার এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা চার সহযোগি হলেন, উপজেলার আলী আকবর ডেইল এলাকার মৃত মোজাফ্ফরের পুত্র নেছার উদ্দিন (৩৮), মো ইন্নামিন ও প্রকাশ ইবনে আমিনের পুত্র মোঃ জসিম উদ্দিন (৩০), মৃত এলাহাদাদ এর পুত্র মোঃ এয়ার খাঁন (৩০), বাদশা দিয়ার পুত্র রিফাত (২০)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (ল’ ও মিডিয়া) নূরুল আবছার জানান, রবি ডাকাতের নেতৃত্বে সন্ত্রাসীরা জড়ো হয়ে ডাকাতির শলাপরামর্শ করছিলো- এই সংবাদ পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে রবি ডাকাত ও তার চার সহযোগিতেক গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব সদস্যরা। এসময় আস্তানা থেকে একটি ওয়ান শুটারগান, পাঁচটি এলজি, একটি একনলা বন্দুক এবং ১৯ রাউন্ড গুলি এবং ০২টি কিরিচ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তার সন্ত্রাসীরা সংঘবদ্ধ চিহিৃত শীর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং রবি উল্লাহ এই চক্রের প্রধান। কুতুবদিয়া একটি দুর্গম ও উপকুলীয় এলাকা হওয়ায় তারা ওই এলাকায় অস্ত্রের ভয়-ভীতি প্রদর্শন করে সাধারণ মানুষের কাছ থেকে লবন চাষের মাঠসহ বিভিন্ন ঘোনা জোর জবরদস্তি করে দখল করে থাকে। এছাড়াও এই চক্রটি অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় লুটপাট, ছিনতাই, চুরি, রাহাজানি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে থাকে।
গ্রেপ্তারকৃত আসামীদের প্রত্যেকের বিরুদ্ধে ৮/১০টি করে মামলা রয়েছে। তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।