নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সদরের ভারুয়াখালী ও চৌফলদন্ডী ইউনিয়নের মুসলিম নিকাহ ও তালাক রেজিস্টার (কাজী) নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
ভারুয়াখালীতে মোহাম্মদ রফিক উল্লাহ এবং চৌফলদন্ডী ইউনিয়নে মোহাম্মদ ছুরত আলম আরমান নিয়োগ পেয়েছেন।
গত ২১ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের (বিচার শাখা-৭) স্মারক নং-বিচার ৭/২ এন ৬৫/৭৭ (অংশ)- এর আলোকে ১১৭ (চৌফলদন্ডী) ও ১১৮ (ভারুয়াখালী) এর কাজী নিয়োগ চূড়ান্ত হয়েছে।
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগপত্রে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব (বিচার শাখা-৭) মুরাদ জাহান চৌধুরী।
কাজী মোহাম্মদ রফিক উল্লাহ ভারুয়াখালী ৫নং ওয়ার্ডের চাঁন্দুর পাড়ার হাফেজ আবু বকরের ছেলে।
কাজী মোহাম্মদ ছুরত আলম আরমান চৌফলদন্ডীর ৫নং ওয়ার্ডের হায়দর পাড়ার মনিরুল আলম ছেলে।
নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করার সংশ্লিষ্ট সকলের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সঙ্গে যথাযথ দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা চেয়েছেন।