অনলাইন ডেস্ক: চীনে চলছে করোনাভাইরাসের ওমিক্রন ধরনের বিস্তার। বেশকিছু শহরে লকডাউন দেয়া হয়েছে। গণপরীক্ষার ব্যবস্থা করা হয়েছে অনেক প্রদেশেই। এর মধ্যেই মঙ্গলবার প্রথমবারে মতো এইচ৩এন৮ বার্ড ফ্লু মানবদেহে শনাক্ত হয়েছে।
যদিও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের স্বাস্থ্য বিভাগ বলছে, মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা খুবই কম।
চীনের মধ্য হেনান প্রদেশের ৪ বছর বয়সী এক বালকের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে গত ৫ এপ্রিলে তার জ্বর ছাড়াও শরীরে অন্যান্য লক্ষণও দেখা যায়।
জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, শিশুটির সংস্পর্শে আসা অন্য কারও দেহে এই ভাইরাস শনাক্ত হয়নি।
বার্ড ফ্লুর এইচ৩এন৮ ধরন এর আগে ঘোড়া, কুকুর, পাখি ও সিলের মধ্যে শনাক্ত হলেও এই প্রথমবারের মতো মানবদেহে এই ধরন পাওয়া গেল। যদিও স্বাস্থ্য কমিশন বলছে, বড় আকারের মহামারির ঝুঁকি অত্যন্ত কম।
চীনে বার্ড ফ্লুর অনেক ধরনের অস্তিত্বই মানবদেহে পাওয়া যায়, সাধারণত যারা মুরগির খামারে কাজ করে তাদের দেহেই বার্ডফ্লুর ধরনগুলো শনাক্ত হয়।
গত বছর চীনে বার্ড ফ্লুর এইচ১০এন৩ ধরনেরও মানবদেহে প্রথম সংক্রমণ পাওয়া যায়।