আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফ নাফনদীর জালিয়ারদ্বীপে অভিযান চালিয়ে ৬ কোটি ৩৫ হাজার টাকা মূল্যের ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১টি কাঠের নৌকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,বৃহস্পতিবার (২৮ এপ্রিল) টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-৮ হতে আনুমানিক ২কিঃ মিঃ উত্তর পূর্ব দিকে জালিয়রদ্বীপ এলাকায় পাশ্ববর্তী নাফনদীর সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর হতে একটি বিশেষ টহলদল নাফনদীর জালিয়ারদ্বীপের কৌশলগত অবস্থান গ্রহণ করে দীর্ঘ সময় ধরে অপেক্ষারত থাকে। কিছুক্ষণ পর বিজিবি টহলদল একজন ব্যক্তিকে জালিয়ারদ্বীপের পার্শ্বে নাফনদীতে ছদ্মবেশ ধারণ করে নাফনদীতে কাঠের নৌকা করে জাল দিয়ে মাছ ধরতে দেখতে পায়। এসময় মিয়ানমার থেকে একজন চোরাকারবারীকে সাঁতরিয়ে নাফনদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ারদ্বীপে বর্ণিত জেলের কাছে এসে একটি বস্তা হস্তান্তর করলে পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল উক্ত ব্যক্তিদ্বয়কে চারদিক থেকে স্পীডবোটের মাধ্যমে ঘেরাও করে আটক করে তাদের নিকট থেকে একটি বস্তা উদ্ধার করা হয়। উক্ত বস্তা থেকে ১কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া মাদক পাচারে ব্যবহৃত ১টি কাঠেের নৌকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয় করা হয়। যার আনুমানিক মূল্য ৬ কোটি ৩৫ হাজার টাকা।

আটককৃতরা হলেন,টেকনাফ হ্নীলা ইউনিয়নের ২৪নম্বর মোচনী ক্যাম্পের ব্লক/১ মো. আবুল কাশেমের ছেলে মো. সিরাজুল ইসলাম(২৮) ও ২৬ নম্বর জাদিমোড়া ক্যাম্পের ব্লক-ডি/৩,এফসিএন নং-২৭৪৯১২ এর বাসিন্দা মো. ফারুক আহমেদের ছেলে সৈয়দ সালাম(৩৮)।

তিনি আরও জানান,উদ্ধারকৃত আইস ও ইয়াবাসহ
আটককৃত রোহিঙ্গাদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।