আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশে বেড়েছে ব্যবসা-বাণিজ্য। সে বিষয় বিবেচনায় রেখে ব্যাংকিং লেনদেনের সময়সূচি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী শনিবার, ৩০ এপ্রিল সীমিত পরিসরে চলবে ব্যাংকিং কার্যক্রম।

বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগের এক নির্দেশনায় আজ বৃহস্পতিবার, ২৮ এপ্রিল এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যবসা-বাণিজ্য বেড়েছে, বাড়তি লেনদেন হচ্ছে। এতে ব্যাংকগুলোতে বেড়েছে নগদ টাকার জমা ও উত্তোলন। এমন প্রেক্ষাপটে আগামী শনিবার, ৩০ এপ্রিল সারাদেশে স্বল্প সংখ্যক লোকবল নিয়ে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, ওই দিন ব্যাংকে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত। অবশ্য ব্যাংক খোলা থাকবে বেলা আড়াইটা পর্যন্ত।

প্রসঙ্গত, এর আগে বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় ২৯ এপ্রিল শুক্রবার এবং ৩০ এপ্রিল শনিবার পোশাক শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার কথা জানায়।