আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজন রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করা হয়ছে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল আলীম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২৮ এপ্রিল সন্ধ্যায় টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম টেকনাফ মডেল থানাধীন নাইট্যংপাড়াস্থ এলাকায় যানবাহন তল্লাশি কালে হ্নীলা ইউনয়নের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নজির আহমদের ছেলে সাইফুল ইসলাম (২০) ও মুছনি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সাইফুল ইসলামের ছেলে আবু হুরাইরা(১৯)
এর হেফাজত থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
তিনি আরো জানান,আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।