মোহাম্মদ হোসেন,হাটহাজারী:
চট্টগ্রামের হাটহাজারী মহাসড়কের মনিয়াপুকুর পাড় এলাকায় দ্রুতগামী বাসচাপায় দুই জন নিহত হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানায়, হাইওয়ে সড়কে একটি ব্যাটারী চালিত রিকশাকে ওভারটেক করতে গিয়ে চাপায়! পড়েন রিকশা চালক আব্দুল কাদের ও যাত্রী মাছ ব্যবসায়ী নিকাশ নিহত হন।
পুলিশ জানায়, নিহতরা সকালের দিকে ব্যাটারী চালিত রিকশা নিয়ে নাজিরহাট থেকে মাছ নিয়ে সরকারহাটের দিকে আসছিলেন। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের সড়কের মনিয়াপুকুর এলাকায় পৌঁছালে বাস রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনার পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।