সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার লায়ন্স ক্লাব অব ফ্রিডমের রমজান সার্ভিস প্রোগ্রামের অংশ হিসেবে (৩০ এপ্রিল’২২) শনিবার বিকাল ৩টা থেকে অসহায় দুস্থদের মাঝে শহরের টেকপাড়া, মাঝিরঘাট এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডমের চার্টার সেক্রেটারি মিজানুল করিমের নিজস্ব অর্থায়নে শহরের অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোকন উদ্দিন মুহাম্মদ আল মামুন।
বিশেষ অতিথি ছিলেন, ক্লাবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার শাহেদ সালাহউদ্দিন এমজেএফ, কক্সবাজার পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ, সভাপতি আরমানুল আজিম,
ক্লাব এলআইসিএফ ডিরেক্টর প্রিন্সিপাল দিদার উল্লাহ, ডিরেক্টর কফিল মাহমুদ, ডিরেক্টর সৈয়দ নুর জাহাঙ্গীর, চাটার মেম্বার শহিদুল করিম শহিদসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে মোনাজাত পরিচালনা করেন মাঝির ঘাট জামে মসজিদের ইমাম রহিমুল্লাহ আনোয়ারী।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।