দেলওয়ার হোসাইন, পেকুয়া ;

কক্সবাজারের পেকুয়া থানার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৩০ এপ্রিল) পেকুয়া থানা কম্পাউন্ডে আয়োজিত ইফতার দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স) এমএ, পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ,পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা,চকরিয়া সার্কেল তৌফিকুল আলম পেকুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উম্মে কুলসুম মিনু, পেকুয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলি,ওসি তদন্ত কানন সরকার, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম,টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী,উজানটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল করিম,মগনামা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুস চৌধুরী, রাজাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও পেকুয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।