মোহাম্মদ সেলিম উদ্দীন( দিদার)রিয়াদ :
সৌদি আরবে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, সে মোতাবেক আগামী সোমবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সুপ্রিম কোর্টের প্রতিবেদনের ভিত্তিতে সৌদি আরবের রাজকীয় আদালত শনিবার বলেছে যে রবিবার (১ মে) হবে পবিত্র রমজান মাসের শেষ দিন এবং সোমবার (২ মে) হবে ঈদের প্রথম দিন। -ফিতর।
সুপ্রীম কোর্ট পবিত্র ঈদুল ফিতরের আগমনে দুই পবিত্র মসজিদের কাস্টোডিয়ান, ক্রাউন প্রিন্স, সমস্ত নাগরিক, বাসিন্দা এবং মুসলমানদের অভিনন্দন জানিয়েছে।