প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি '৯৯ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের হোটেল মিশুক রেস্টুরেন্টে এই মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে কসউবি '৯৯ ব্যাচের বন্ধুরা স্বতস্ফুর্তভাবে অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন কসউবি '৯৯ ব্যাচের ডাঃ জাহিদুল মোস্তফা, এড. আশরাফল ইসলাম রাসেল, জাহিদুল কবির, আসিফ রেজা, পারভেজ আহমেদ, সুজয় পাল শৈবাল, সাইফুল কবির সাইকী, মো: মোস্তফা, শাহীনুল ইসলাম, জসিম উদ্দিন মনির, এহছানুল করিম, মাহবুব হাসনাত রাজন, কামরুল হাসান, আসাদুর রহমান, ইঞ্জি. শেখ আবু হেনা মোর্শেদ জামান, এম.এম. তৌহিদুল ইসলাম, জহিরুল কাদের, রাশেদুল মজিদ, মোশাররফ হোসেন, মাজেদুল হক, শাহ আরমান, সুমন দে শুভ, দীপঙ্কর বড়ুয়া, আবদুল জব্বার সিদ্দিকী মাজেদ, শিমুল পাল, জামসেদুল হক, তাহমিদুল মুনতাসির, আসাদুল হক সানি, তাজুল ইসলাম, মো. বাহার মিয়া, হুমায়ুন কবির, মুছা কলিমুল্লাহ, লোকমান হাকিম, মোঃ ইলিয়াছ, তানভীর মোকাম্মেল, কাউছার আহমেদ, আবদুল্লাহ আল ফারুক ডালিম, ডাঃ এস. এম. শাহেদুল ইসলাম।
ইফতারের পূর্বে কসউবি '৯৯ এর প্রয়াত বন্ধুদের জন্য বিশেষভাবে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।