মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলী খেলা আগামী শুক্রবার ও শনিবার যথাক্রমে ৬ মে ও ৭ মে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির সিবিএন-কে এ তথ্য জানিয়েছেন।
গত ২ বছর করোনা মহামারীর কারণে ডিসি সাহেবের বলী খেলা হতে পারেনি। এ বছর ডিসি সাহেবের বলী খেলায় অংশ নেওয়ার জন্য চট্টগ্রামে জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ান হওয়া চকরিয়ার জীবন বলী সহ বিশিষ্ট বলীদের আমন্ত্রণ জানানো হচ্ছে বলে বলী খেলা আয়োজন উপ কমিটির সদস্য সচিব মোহাম্মদ তসলিম জানিয়েছেন। ডিসি সাহেবের বলী খেলা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি চলছে।
এদিকে, চট্টগ্রামে জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ান হওয়া চকরিয়ার জীবন বলীকে গত ২৮ এপ্রিল কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ তাঁর কার্যালয়ে সমর্বধিত করছেন। সমর্বধিত হয়ে জীবন বলী জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডিসি সাহেবের বলী খেলায় অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।