আনোয়ার হোছাইন, ঈদগাঁও, কক্সবাজার :
কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে বজ্রপাতে এক লবণ চাষী নিহত ও অপর একজন আহত হয়েছে। নিহতের নাম শামসুল আলম (৪০),সে সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নতুন মহাল গ্রামের মোঃঈছমাইলের ছেলে।
৩ এপ্রিল (মঙ্গলবার ঈদের দিন) দুপুর আড়াইটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় নুরুল মুবিন জানান,দুপুরের দিকে বাতাস আর বৃষ্টি শুরু হলে বাড়ি সংলগ্ন লবণ জমিতে থাকা লবণ রক্ষার্থে নিহত শামসুল আলম ও একই এলাকার আজম উল্লাহর ছেলে দেলোয়ার হোছাইন (৩৩) ঝড়-বৃষ্টির মধ্যে জমিতে লবণ স্তুপ করতে থাকে।ঐসময় বৃষ্টির সাথে হওয়া বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় হতভাগা লবণ চাষী শামসুল আলমের এবং দেলোয়ারকে পাশের লবণ চাষীরা উদ্ধার করে পার্শ্ববর্তী ক্লিনিকে ভর্তি করে।রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের লাশ বাড়িতে রয়েছে। ঈদের মতো আনন্দঘন দিনে এ দূর্ঘটনা হওয়ায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।