জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে শারমিন আক্তার রিমা (২৩) নামে এক মহিলা যাত্রী নিহত হয়েছে।এসময় কমবেশী সব যাত্রী আহত হলেও,এদের মধ্যে ৫জন যাত্রীর অবস্হা সংকটাপন্ন।
বুধবার (৪মে) ভোর পৌনে ৫টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া সরকারী কলেজ গেট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত, শারমিন আকতার রিমা (২৩) রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ সুবুড্ডা ইউনিয়নের মীরেরবাগ এলাকার মোঃ রিয়াদের স্ত্রী।
চিরিঙ্গা হাইওয়ে থানার ইন্সপেক্টর (ইনর্চাজ) মোঃ জাহাঙ্গীর আলম বলেন, কক্সবাজার গামী দুরপাল্লার যাত্রীবাহী বাসটি কলেজ গেট এলাকায় পৌঁছার পূর্বেই নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে ফেলে।এতে চালক গাড়ীটি দাঁড় করানোর চেষ্টায় এদিক-সেদিক করতে গিয়ে সড়কের বাহিরে খাদে পড়ে উল্টে গেলে এক মহিলা যাত্রী ঘটনাস্হলে মারা যায়।এসময় বাসে থাকা সবযাত্রী কমবেশী আহত হয়েছেন।তবে এদের মধ্যে ৫ জন যাত্রীর অবস্থা গুরুতর।পুলিশ ও স্হানীয় লোকদের সহযোগিতায় আহতদের উদ্ধার করা হয়।পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।তবে গুরুত্বর ৫জনকে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়।এরপর দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করি এবং নিহত মহিলার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।