চকরিয়া সংবাদদাতা:

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় দিনদুপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাই করা হয়েছে। এ বিষয়ে ছিনতাই শিকার সিরাজুল হক বাদী হয়ে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার (৬ মে) সকাল ৭টার দিকে ডুলাহাজারা বাজারের পূর্ব পাশে মোস্তাফিজ সওদাগরের চায়ের দোকানের সামনে ঘটনাটি ঘটে।

ছিনতাই শিকার সিরাজুল হক (৬৭) ডুলাহাজারা ইউপির ৯নং ওয়ার্ডের রংমহল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়,ছিনতাই শিকার অভিযোগের বাদী রংমহল জরিনা রাইচ মিলেের মালিক সিরাজুল হক (শুক্রবার) ঘটনার দিন সকাল ৭দিকে হ্যান্ডব্যাগে নগদ ৩ লক্ষ টাকা নিয়ে ধান ক্রয়ের লক্ষ্য আধুনগর যাওয়ার উদ্দেশ্য বাড়ী থেকে বের হয়।পরে ডুলাহাজারা বাজারের পূর্ব পাশে মোস্তাফিজ সওদাগরের চায়ের দোকানের সামনে আসলে,এলাকার পেশাদার চুরি,ছিনতাই,ডাকাতি গডফাদার একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাইজপাড়ার বাসিন্দা আব্দু রহমানের ছেলে কামাল উদ্দিন সহ তার সহযোগি অপরিচিত ২লোক তাকে গতিরোধ করে।পরে তারা ব্যবসায়ী সিরাজের হ্যান্ডব্যাগ নিয়ে টানাহেঁচড়া করে।এতে সিরাজ বাঁধা দিলে ছিনতাইকারীরা তাকে কিল,ঘুষি,লাথি মেরে মাঠি লুটিয়ে ফেলে।এরপরে ছিনতাইকারীরা তার ব্যাগ কেড়ে নিলে সাথে-সাথে সে চিৎকার করে।চিৎকার করায় জানে মেরে ফেলার লক্ষে লোহার চেইন দিয়ে আবারো উপযুপুরি মারধর করে।আঘাতের ফলে ব্যবসায়ী সিরাজ স্বজোরে চিৎকার করলে এলাকার লোকজন সহ মুহসিনেরা আসতে দেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়।পরে আগাতরা তাকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠায়।চিকিৎসা শেষে সিরাজুল হক বাদী হয়ে থানায় এজাহার নামীয় একখানা অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে চকরিয়া থানার এসআই মুজিবুর রহমান বলেন,টাকা ছিনতাই ও মারধর করায় সিরাজুল হক নামের এক ব্যবসায়ী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।বিষয়টি কথিয়ে দেখে ব্যবস্হা নিতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।