সংবাদদাতা:

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে মর্মে অভিযোগ তুলেছেন তিনি।

শুক্রবার (০৬ মে) রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেইসবুক ওয়ালে এক বিবৃতিতের মাধ্যমে বিষয়টি জানান। তার এই বিবৃতির পর কক্সবাজার জেলাজুড়ে সর্বত্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ তাঁর ফেইসবুক ওয়ালে লিখেন, “আমাকে হত্যা করার মিশন নিয়ে গোপন মিটিং হচ্ছে আমার বাবার হত্যা মামলার আসামি সেলিম চৌধুরীর বাড়িতে। যেখানে আমার বাবার হত্যা মামলার কয়েক জন আসামি, আমার এক আত্মীয়, ইউনিয়ন পরিষদের একজন বর্তমান ও সাবেক মেম্বার, এক সাংবাদিক এবং উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা এই ষড়যন্ত্রে লিপ্ত।”

এর আগে আসন্ন ১৫ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এতে উপস্থিত থেকে মতামত পেশ করেন। সভায় ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফও উপস্থিত ছিলেন। উক্ত সভার ঘন্টা তিনেক না যেতে তাঁর এই বিবৃতিতে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ২৯ মার্চ তাঁর পিতা ওসমান গনিকে গুলি ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। তিনিও এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এরপর ২০১৬ সালের ২৩ মে চেয়ারম্যান নির্বাচিত হন পুত্র তারেক বিন ওসমান শরীফ।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা। এজন্য প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন জনসাধারণ।