মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী’র চাঞ্চল্যকর মোর্শেদ আলী হত্যা মামলারআরো ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ মে সকাল ১০ টায় র্যাব-১৫ এর উপ অধিনায়ক মনজুর মেহেদী ইসলাম তাদের কার্যালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতারা হলো-৩ ভাই মাছুয়াখালীর নছরত আলী পাড়ার মৃত শফি আলমের পুত্র মতিউল ইসলাম, সাইফুল ইসলাম, আজহারুল ইসলাম এবং বাংলাবাজার এলাকার মৃত ছৈয়দ আহমদের পুত্র জয়নাল আবেদীন হাজারী। আটক ৪ জনই সরাসরি মুরশেদ হত্যায় সরাসরি জড়িত বলে র্যাব জানায়। এনিয়ে এ মামলায় মোট ১২ জন আসামি গ্রেপ্তার করা হলো। বাকি আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত আছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
প্রসঙ্গত, গত ৭ এপ্রিল কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর চেরাংঘাট বাজারে মোর্শেদ আলীকে নির্মমভাবে হত্যা করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।