পেকুয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিয়োগে পেয়েছেন চট্টগ্রামস্থ দোহাজারীর বাসিন্দা রাহুল চন্দ।
রবিবার বিকেলে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারী করে বিভাগীয় কমিশনার চট্টগ্রাম।
বিভাগীয় কমিশনার চট্টগ্রাম এর পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানা যায়, রাহুল চন্দ পাবর্ত্য বান্দরবান জেলার থানচিতে সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব পালন করে আসছিল। এক প্রজ্ঞাপনে তাঁকে পেকুয়ায় একই পদে পদায়ন করা হয়। এর আগে পেকুয়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিল আসিফ আলী জিনাত। তাঁকে নোয়াখালীর বেগমগঞ্জে পদায়ন করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।