নুরুল আমিস হেলালী:

অনেক জল্পনা কল্পনার পর অবশেষে ৭৫ সদস্য বিশিষ্ট নবগঠিত ঈদগাঁও উপজেলা আ’লীগের পৃূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে কক্সবাজার জেলা আ’লীগ। কক্সবাজার জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারন সম্পাদক মুজিবুর রহমান মেয়র রোববার (৮ মে) বর্ণিত কমিটির অনুমোদন দেন।

কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন মোঃ আবু তালেব আহবায়ক, হুমায়ুন কবির চৌধুরী হিমু যুগ্ন আহবায়ক, মোহাম্মদ মুহিদুল্লাহ যুগ্ন আহবায়ক এবং ইমরুল হাসান রাশেদ চেয়ারম্যান যুগ্ন আহবায়ক।

অনুমোদিত কমিটির অপরাপর সদস্যরা হলেন যথাক্রমে- মাস্টার নুরুল আজিম, ডাঃ সাইফুদ্দিন ফরাজী, ফরিদুল আলম, অধ্যাপক ফিরোজ আহমদ, ডা. শামশুল হুদা, ডা.আবদুল কুদ্দুছ মাখন, বাবলা পাল, হুমায়ুন তাহের হিমু, শামশুল আলম, ফরিদুল ইসলাম খান, মুজিবুর রহমান চৌধুরী, লুৎফুর রহমান আজাদ, অধ্যাপক নুরুল হুদা, নাছির উদ্দিন, সেলিম মোর্শেদ ফরাজী, হেলাল উদ্দিন এমইউপি, ওসমান গণি, ছৈয়দ আলম, সোহেল জাহান চৌধুরী, এস.এম. তারিকুল হাসান, অনুপম পাল, তারেক আজিজ, সাইফুল ইসলাম, আবদুর রাজ্জাক, মোঃ আলী, ফরিদুল আজিম (দাদা), আবছার কামাল, জাহাঙ্গীর আলম জানু, নুরুল আমিন, এড. নাজনীন সিদ্দিকী লিনা, সেলিম বাবুল, এড. একরামুল হুদা, মোজাহের আহমদ, ইফতেখার আলম চৌধুরী রুমেল, নুরুল হক ( সাবেক চেয়ারম্যান) তৌফিক উদ্দিন, আহমদ করিম সিকদার, উত্তম রায় পুলক, হাসান আলী, শাহনেওয়াজ শাহীন, মনজুর আলম ( দাদা) নওশাদ মাহমুদ, হেলাল উদ্দিন, সাহাব উদ্দিন, শামশুল হক, ইয়াছির আরফাত টুটুল, ইউসুফ নবী, মোজাম্মেল হক, দিদারুল আলম কোম্পানি, আমজাদ হোসেন ছোটন, মোঃ আইয়ুব উদ্দিন, রাশেদুল হক রিয়াদ, ছৈয়দ আলম ( সাবেক এমইউপি) , সাইফুর রহমান মামুন ( ইসলামাবাদ) , হাবিব উল্লাহ খাঁন জনি, এড. ছৈয়দ হোসেন, ফারুক আহমদ, সাজ্জাদুল ইসলাম,আরমান উদ্দিন, সুমন কান্তি দে, ছৈয়দ আলী, নুরুল কবির, সাইফুল হক এমইউপি (জালালাবাদ) ডা.বিকাশ কান্তি দে, শাহজাহান চৌধুরী ( ইসলামপুর), সিরাজ আকবর, আহমদ শরীফ, মমতাজুল ইসলাম খান, শাহিনা আক্তার, মোকছুদুল হক ফরাজী এবং আলী আকবর কোম্পানি।

উল্লেখ্য গত ২১ ডিসেস্বর কেন্দ্রীয় আ’লীগ মোঃ আবু তালেবকে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেন।