আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফ সদর এলাকায় র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত মোঃ আবুল হাসেম (৫৩) নামে একজন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,মঙ্গলবার রাতে র্যাব-১৫ (সিপিসি-১) এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ সদর এলাকায় অভিযান পরিচালনা করে দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ আবুল হাসেম (৫৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামীর বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত টেকনাফ থানার মামলা নং-২৪(০৮)২০০০, জিআর নং-১৪৬/২০০০, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ মূলে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।