শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :
কক্সবাজারের কুতুবদিয়া কৃষক লীগের দক্ষিণ ধূরুং ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যায় দক্ষিণ ধূরুং হাইস্কুল এন্ড কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের আহবায়ক কাইছার সিকদার।
এসময় তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে কৃষকলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সংগঠনকে মজবুত, কলঙ্কমুক্ত, দুর্নীতি-অনিয়মমুক্ত করার জন্য কেন্দ্রীয় ও জেলা নেতারা আমাদের বার্তা দিয়েছেন। আগামী নির্বাচনের আগে ওয়ার্ড থেকে উপজেলা পর্যন্ত কৃষকলীগকে শক্তিশালী করতে এখন থেকেই কাজ শুরু করতে হবে।
সভায় দক্ষিণ ধূরুং ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি শাহেদুল ইসলাম এর সভাপতিত্বে ও মো. রিয়াদের সঞ্চালনায় উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ. লীগের সহ-সভাপতি আরিফ মোশারফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আজম সিকদার, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মাহবুব আলম,আ.লীগের দক্ষিণ ধূরুং ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম সিকদার, উপজেলা কৃষকলীগের সদস্য নেজাম উদ্দীন।
এছাড়া, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা কৃষকলীগের আহবায়ক কাইছার সিকদারের নেতৃত্বে সকালে আ.লীগের স্থায়ী কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কৃষক লীগের নেতাকর্মীরা।