মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
টেকনাফের চাঞ্চল্যকর নূরুল হক ভূট্রো হত্যাকান্ডের আরো ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১৫ এক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার জাফর আহাম্মদ এর পুত্র সাইফুল ইসলাম (১৯) নূরুল হক ভূট্রো হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। অপর ৭ জন সন্দেহজনক আসামী। তারা হলো-টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার মোঃ শাকের (২২), পিতা-মৃত ইউনুস আলম, রমজান আলী (২৮), পিতা-মৃত আবুল কালাম, মোঃ আয়ুব (২২), পিতা-রশিদ আহমেদ, নুর কালাম (২০), পিতা-মোঃ হাশেম, ফরিদ আলম (২০), পিতা-আবুল কালাম, টেকনাফের মন্ডলপাড়ার সৈয়দ আলম (৩৫), পিতা-হাজী মৃত কবির আহমেদ এবং ইসমাইল (২৮), পিতা-মৃত মতিউর রহমান।
এর আগে গত বৃহস্পতিবার ১৯ মে ভোরে টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী মোড় থেকে টেকনাফ থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। এনিয়ে নুরুল হক ভূট্টো হত্যার অভিযোগে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারকৃতদের মধ্যে শুধুমাত্র একজন নুরুল হক ভুট্টো হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। বাকী ১০ জন সকলেই এজাহার বর্হিভুত সন্দেহজনক আসামী।
টেকনাফ মডেল থানা পুলিশ কর্তৃক গ্রেফতারকৃতরা হলো-টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার জাফর আলমের ছেলে সাইফুল ইসলাম (২০), একই এলাকার ইদ্রিস আলমের ছেলে মো. সাকের (২২) এবং লেড়ুর ছেলে মো. রমজান আলী (২৮)। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
র্যাব-১৫ কর্তৃক ধৃত ৮ আসামীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
গত ১৬ মে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার মৃত এজাহার মিয়ার পুত্র নুরুল হক ভুট্টোকে টেকনাফের মৌলভীপাড়া গ্রামে
পা কেটে বিচ্ছিন্ন করে নির্মমভাবে হত্যা করে। এ হত্যাকান্ডের ঘটনায় নিহত নুরুল হক ভুট্টোর ভাই বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।