সংবাদ বিজ্ঞপ্তি :
জনগণের দুরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলর কার্যালয় করে দিচ্ছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
যার ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় শহরের ঝাউতলায় ১১ নং ওয়ার্ড কার্যালয় শুভ উদ্বোধন করেন তিনি।
এসময় পৌর সেবার মান আরও বাড়ানোর উপর গুরুত্বারোপ করে কাউন্সিলরদের প্রতি নগর পিতা বলেন, যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আজ স্থানীয় সরকারের প্রতিনিধিত্ব করছেন সেই জনগণকে সবসময় মাথার উপর রাখবেন। তাদের সম্মান করবেন, কারণ জনগণনই সকল ক্ষমতার উৎস।
এসময় স্থানীয় কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: ধারাবাহিকভাবে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর কার্যালয় করে দেয়ার ঘোষনা বাস্তবায়ন করে চলেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।