প্রেমে পড়ার কোনও বয়স হয় না। যে কোনও বয়সে নতুন করে জীবন শুরু করাই যায়। আমাদের সমাজে কথাগুলো বহুকাল ধরেই প্রচলিত। প্রচলিত একটি ধারণাও রয়েছে যে, কমবয়সী প্রেমিকাই বেশি পছন্দ করেন বয়স্ক পুরুষরা। বাস্তবেও এর অসংখ্য উদাহরণ রয়েছে।
বহু তারকাও বিভিন্ন ক্ষেত্রে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন কমবয়সী কাউকে। কেন বয়স্ক পুরুষেরা স্ত্রী বা প্রেমিকা হিসাবে বেছে নেন অল্পবয়সী কাউকে?
এ প্রেমের কারণ কি হতে পারে, অনেকেই এর উত্তর খোঁজার চেষ্টা করেন। অসম এ প্রেম নিয়েই আজকের এ লেখা।
উদ্বেগহীন মনোভাবের কারণে
অল্প বয়সে মানসিক চাপ, উদ্বেগ, চিন্তা অনেক কম থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে সব জীবনের উপর চেপে বসে। তাই বয়স্ক পুরুষরা সঙ্গী হিসাবে এমন কাউকে খোঁজেন যাঁর কাছে সব সমস্যা মন খুলে বলা যাবে। সঙ্গীর তারুণ্যের ছোঁয়ায় বাকি সব সমস্যা দূরে সরে যাবে।
বেশি যত্ন পাওয়ার প্রত্যাশায়
বয়স বাড়লে সবাই একটু যত্ন চায়। মানসিক স্পর্শের প্রয়োজন পড়ে। তাই সঙ্গী হিসাবে এমন কাউকে চান যাঁকে সব সময় পাশে পাওয়া যায়। মানসিক এবং শারীরিকভাবেও দৃঢ় হবে। যাতে সঙ্গীর কম বয়সের উন্মাদনায় বাকি জীবনটা আনন্দে কাটানো যাবে।
শারীরিক বিষয়
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শারীরিক বিষয়গুলো বদলাতে থাকে। বয়স বাড়লে শরীরের কার্যক্ষমতাও হারাতে থাকে। এ জীবন ভাল রাখতে কমবয়সী কাউকে জীবনসঙ্গিনী হিসাবে চেয়ে থাকেন বয়স্ক পুরুষেরা। সূত্র- আনন্দবাজার
সম্প্রতি দেখা যাচ্ছে, কম বয়সী মেয়েরা বয়স্ক পুরুষদের প্রেমে পড়ে যায়। অবশ্য এটা অস্বাভাবিক কিছু নয়। বয়স্ক পুরুষদের মধ্যে শারীরিক ও চারিত্রিক বিভিন্ন আকর্ষনীয় বৈশিষ্ট পাওয়া যায়। আর এ সৌন্দর্যে তাদেরকে বেশ স্মার্ট লাগে।
ম্যাচিওরিটি
বয়স্ক পুরুষদের মধ্যে যথেষ্ট ম্যাচিওরিটি থাকে, আকর্ষণের জন্য এটাই সবচেয়ে বড় কারণ। অল্প বয়সের ছেলেদের ম্যাচিওরিটি বিষয়টি তেমন একটা থাকে না। এ কারণে তাদের সঙ্গে সম্পর্ক তেমন জমে উঠে না। কিন্তু প্রাপ্ত বয়স্ক পুরুষের মধ্যে সেটার অভাব থাকে না।
বাস্তবসম্মত
বয়স্কদের প্রেম একেবারে অন্যরকম, অনেক বেশি বাস্তবসম্মত। ফলে সম্পর্কও টিকে থাকে। তারা যা প্রকাশ করে সবই বাস্তববাদী। সর্বদা বাস্তবতা মেনে চলে। তাই নেতিবাচক দিক এড়িয়ে চলতে পারে। সে কারনে মেয়েরা তাদের প্রতি দুর্বল থাকে।
সঠিক সিদ্ধান্ত
বয়স্ক পুরুষরা সঠিক সিদ্ধান্ত সহজেই নিতে পারে, যা অপ্রাপ্ত বয়স্ক ছেলেরা পারে না। বয়স্ক পুরুষরা সব বিষয়ে বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নিতে পারেন। যে সিদ্ধান্তে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। আর সিদ্ধান্তটাও তেমনি যুক্তিবাদি।
যে কোন পরিবেশে মানিয়ে নিতে পারে
বয়স্ক পুরুষ যে কোন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া ক্ষমতা রাখে। যা মেয়েরা খুবই পছন্দ করে। মেয়েরা চায় তার সঙ্গীকে নিয়ে যে পরিবেশেই যাক না কেন তা বিরক্তবোধ না করে।
পূর্ণ আত্মবিশ্বাস থাকে
এই ধরনের পুরুষদের প্রতি পূর্ণ আত্মবিশ্বাস থাকে। তারা সম্পর্ক জড়ালে কিংবা বিয়ে করলে আর ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। কারণ তারা নিজেরাই চান তাদের পর্যাপ্ত বয়স হয়ে গেছে সুতরাং একাধিক প্রেম নয়, একাধিক বিয়ে নয়।