পেকুয়া সংবাদদাতা:
কক্সবাজারের পেকুয়ায় চলাচলের রাস্তা কেটে পানি ডুকিয়ে চিংড়ি প্রজেক্ট করছে স্থানীয় এক ইউপি সদস্য। এ নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছে।
ঘটনাটি ঘটে ২২ মে সকালে উপজেলার মগনামা ইউনিয়নের মটকা ভাংঙ্গা ৬ নং ওয়ার্ডের পূর্ব মটকা ভাংঙ্গা জামে মসজিদের সংযোগ সড়ক।
এলাকাবাসী জানায়, স্থানীয় আব্দুল মোতালেবের পুত্র আবছার, সাবেক মেম্বার নুরুল আজিমের নেতৃত্বে এক প্রভাবশালীমহল। এলাকাবাসীরা আরো জানায়, দীর্ঘ বৎসরের চলাচলের রাস্তা এটি তা দিয়ে আমরা ৫ শত পরিবারের লোকজন চলাচল করি। আমাদের ছেলেমেয়েরা এ রাস্তা দিয়ে স্কুল কলেজে যাতায়াত করে। এটি আমাদের চলাচলের একমাত্র রাস্তা। এছাড়া চলাচলের আর কোন মাধ্যম নেই। আমরা দীর্ঘদিন ধরে চলাচল করতে চরম দূভোগে ছিলাম। সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াসিমের কাছে স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে ওই রাস্তা সংস্কার করে প্লেটসলিং করে দেয় কিছু অংশ। কিন্তু এ রাস্তায় আরো প্লেটসলিং বাকী থাকলেও তা সম্পন্ন করার জন্য এলাকাবাসী স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের সহযোগিতা কামনা করে আসছে। তারই উল্টো হয়ে গেল গত ইউপি নির্বাচনে এলাকাবাসী ভোট দেয় নাই বলে অযুহাত তুলে লোকজন কে সুখে চলাচল করতে দিবে না বলে হুশিয়ারি দিয়ে রাস্তা কাটা শুরু করে স্থানীয় ইউপির সাবেক সদস্য নুরুল আজিম। এ নিয়ে এলাকাবাসী প্রতিবাদ করলে তাদেরকে নানা ধরনের হুমকি দেয় সে ও তার লোকজন। এদিকে রাস্তার কাটা বিষয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনকে অবগত করলে পেকুয়া থানার এ এস আই জয়নাল ঘটনাস্থলে গিয়ে তাদেরকে রাস্তা কাটা নিষেধ করেন। স্থানীয়দের পক্ষে ওই প্রভাবশালীদের বিরুদ্ধে পেকুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছেন। এদিকে ওই রাস্তা পূর্ণ সংস্কার করে আগের মত চলাচলের সুযোগ করে দেওয়ার দাবী তুলে ভুক্তভোগীরা ঘটনাস্থলে মানববন্ধন করেছেন।
মানববন্ধন থেকে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মিশু নামের এক ছাত্রী বলেন এখন বর্ষা মৌসুমে চিংড়ি প্রজেক্ট করার জন্য নুরুল আজিম মেম্বার ও তার লোকজন দিয়ে প্রজেক্টে পানি ডুকানোর জন্য
আমাদের চলাচলের রাস্তা কেটে দেয়। আমরা কিভাবে এ বর্ষা মৌসুমে চলাচল করবো। আমরা রাস্তাটি পূর্ণ সংস্কার করার দাবী জানাচ্ছি।
এ বিষয়ে জানতে নুরুল আজিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এ ঘটনার সাথে আমি জড়িত নই এটি ওয়াজউদ্দিন মরীর বাড়ীর মোকাদ্দেস মিয়ার মালিকানাধীন চিংড়ি প্রজেক্ট করার জন্য তিনি এসে লোকজন দিয়ে কেটেছে।
এ বিষয়ে পেকুয়া থানার এ এস আই জয়নাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন রাস্তা না কাটার জন্য তাদের কে নিষেধ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করা হলে মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।