মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি ২ দিনের সফরে সোমবার ২৩ মে কক্সবাজার এসেছেন।
মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সোমবার বিকেল সাড়ে ৪ টা টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার- ২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
তিনি একইদিন বিকেল সাড়ে ৫ টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কক্সবাজারের বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করবেন। মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সোমবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ ওশানো গ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত সঞ্জীবনী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন।
মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি পরদিন মঙ্গলবার ২৪ মে সকাল ১০ টা ৩৫ মিনিটে বিমানযোগে ২ দিনের সফর শেষে কক্সবাজার ত্যাগ করবেন বলে মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সানোয়ার হোসেন (উপসচিব) প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।