মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ঢাকাস্থ রামু সমিতি'র ঈদ পূর্ণমিলনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আগামী শুক্রবার ২৭ মে ঢাকার নিউ ইস্কাটন রোডস্থ বিয়াম অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী অনুষ্ঠানমালায় শুক্রবার সকাল ১০ টায় উদ্বোধন, সকাল সাড়ে ১০ টায় আলোচনা সভা, দুপুর ১২ টায় সম্মাননা প্রদান, বেলা ২ টায় মধ্যাহ্ন ভোজ, বিকেল ৩ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকেল ৫ টায় র্যাফেল ড্র। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
ঈদ পূর্ণমিলনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে রেজিষ্ট্রেশন এর জন্য সাজেদুল আলম মুরাদ (মোবাইল : ০১৬১৬২৭৩৪৫৫) এবং আখতার হোসেন (০১৮১৯৪৭৩৪৫৪) এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য ঢাকাস্থ রামু সমিতির সভাপতি, সরকারের সাবেক সচিব মাফরুহা সুলতানা ও সাধারণ সম্পাদক সাইমুল আলম চৌধুরী অনুরোধ জানিয়েছেন।