প্রেস বিজ্ঞপ্তি:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর কটুক্তির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আগামী ২৯ মে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা । কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা বুধবার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন , জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম , ইউসুফ বদরী , সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম, আবুল কাশেম , সরওয়ার জাহান চৌধুরী ,এম মোক্তার আহমদ , ছৈয়দ আহমদ উজ্জল, জিশান উদ্দিন ,জয়নাল আবেদিন , গিয়াস উদ্দিন , শাহাব উদ্দিন চৌধুরী , শাহ আলম , এডভোকেট ই্উনুচ, রাশেদুল ইসলাম রাশেল, সরওয়ার রোমন , এডভোকেট মনির উদ্দিন , মাসুদুর রহমান মাসুদ, ফাহিমুর রহমান , হাজী আবদুর রহিম , গিয়াস উদ্দিন আফসেল, মোহাম্মদ আলম , চান্দমিয়া, আবদুল খালেক , ছুরত আলম , আবদুল্লাহ আল মামুন, সিকান্দর বাদশা , মোহাম্মদ আবদুল্লাহ , জসিম উদ্দিন , শাহাদত হোসেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন আকতার চৌধুরী।
উল্লেখ্য ২৬ মে ঘোষিত প্রতিবাদসভা আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। প্রতিবাদ সভা ও ৩০ মে শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করতে সকল কে আহবান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না।