জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি ঘোষিত পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সকাল থেকে লাঠিসোটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেইটে কঠোর অবস্থান নিয়েছে।
জানা যায়, গত ২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঐদিন রাতে দুই দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। বিসিএস পরীক্ষার কারণে শুক্রবারের কর্মসূচি স্থগিত করা হলেও আজকের কর্মসূচি বহাল রেখেছে ছাত্রদল।
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় , আজ ২৬ মে বৃহস্পতিবার সকাল থেকে লাঠিসোটা নিয়ে মিছিল সহকারে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিভিন্ন গেইটে কঠোর অবস্থান নিয়েছেন। শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল এবং অমর একুশে হলের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে দোয়েল চত্বর এলাকায় অবস্থান করছে। জগন্নাথ হলে ও এসএম হলের নেতাকর্মীরা শহীদ মিনারে অবস্থান নিয়েছে। হাজী মুহম্মদ মুহসীন হল, সূর্য সেন হল, বিজয় একাত্তর হল এবং জিয়া হলের নেতাকর্মীরা টিএসসি এবং মধুর ক্যান্টিনে অবস্থান নিয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদের অনেকেই মোটর সাইকেল নিয়ে শোডাউন দিচ্ছে।
দোয়েল চত্বর এলাকায় পুলিশের একটি দলকে অবস্থান নিতে দেখা যায়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।