আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক , ১টি গুলির খোসা এবং রামদাসহ দু’জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর সদস্যরা।
আটকরা হল-উনচিপ্রাং ক্যাম্পের মো.জালাল আহাম্মদের ছেলে মোহাম্মদ জোহান(২৪) ও মৃত গুরা মিয়ার ছেলে মোহাম্মদ নুর(৩৭)।
বৃহস্পতিবার (২৬মে) ভোর রাতে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ২২নম্বর ক্যাম্প থেকে তাদেরকে আটক করা হয়েছে।

১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর অধিনায়ক (এসপি) মো. তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সন্ত্রাসী মোহাম্মদ জোহান (২৪) ও মোহাম্মদ নূর(৩৭) কে আটক করতে সক্ষম হয়। এসময় উভয়ের হেফাজত হতে ১টি দেশীয় তৈরী একনালা বন্দুক, ১টি রাবার বুলেটের খোসা ও ১টি লম্বা দা উদ্ধার করা হয়। আটককৃত রোহিঙ্গাদ্বয় কথিত’ ইসলাম গ্রুপের” সক্রিয় সদস্য এবং ক্যাম্প এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে বলে জানা যায়।

তিনি আরও জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আটককৃত রোহিঙ্গাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।