মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপি’র সহযোগিতায় লামা উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ৫৩৮ জন ছাত্রী পেলো স্বাস্থ্য সুরক্ষার ডিগনিটি কীটস। কানাডা সরকারের অর্থায়নে ওমেন এন্ড গার্লস এমপাওয়ারমেন্ট প্রকল্পের মাধ্যমে বেসরকারী সংস্থা তহ্জিংডং এসব বিতরণ করে। প্রতি কিটসে রয়েছে একটি করে বালতি, মগ, স্যানোরা, আয়না, জুতা, নেইল কাটার, কটনবার, চিরুনী, রুমাল। লামা সরকারী উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, মডার্ণ স্কুল এন্ড কলেজ ও হলি চাইল্ড পাবলিক স্কুল ছাত্রীদের হাতে ডিগনিটি কীটস তুলে দিয়ে গতকাল বিতরণ উদ্ভোধন করেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, প্রকল্পের ম্যানেজার ম্যামাচিং মার্মা, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলার সাকেরা বেগম, কমিউনিটি মোবিলাইজার মোহাম্মদ ইব্রাহিম ও হ্লাচিং মার্মাসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। এদিকে কিটস পেয়ে খুশিতে আতœহারা ছাত্রীরা। হলি চাইল্ড পাবলিক স্কুলের অধ্যক্ষ বাপ্পী দাশ বলেন, বিতরণকৃত ডিগনিটি কিটসে অনেকগুলো উপকরণ রয়েছ্।ে এসব ব্যবহারে ছাত্রীরা অনেক উপকৃত হবে। স্কুলের ১০০ ছাত্রীকে ডিগনিটি কিটস দেয়া হলেও বাকি ছাত্রীরা না পেয়ে মন খারাপ করেছে। যারা পায়নি তাদেরকেও ডিগনিটি কিটস প্রদানের ব্যবস্থা করলে ভালো হত বলেও জানান তিনি।

এ বিষয়ে প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মোহাম্মদ ইব্রাহিম বলেন, স্বাস্থ্য সুরক্ষা তথা ছাত্রীদের মাসিক পিরিয়ড়ে ব্যবহারের জন্য লামা উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৫৩৮ জন ছাত্রীর মাঝে এসব ডিগনিটি কিটস দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলার আলীকদম উপজেলার ১৩টি বিদ্যালয়ের ১হাজার ৪৩৮ জন ও নাইক্ষ্যংছাড়ি উপজেলার ১২টি বিদ্যালয়ের ১ হাজার ৪৩৮ জন ছাত্রীকেও ডিগনিটি কিটস প্রদান করা হবে।